নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাণীনগর শের-এ বাংলা মহাবিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল-হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এচাহাক আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেসবা-উল-হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহŸায়ক ফরহাদ হোসেন মন্ডল, সেচ্ছা সেবক দলের আহŸায়ক মতিউর রহমান উজ্জল প্রমূখ।
আয়োজকরা জানান,টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনে প্রথম দিনে পতœীতলা উপজেলা একাদশ বনাম নওগাঁ সদর থানার ফতেপুর ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য থাকায় ট্রাইবেকারে পতœীতলা উপজেলা একাদশ জয়লাভ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন