নওগাঁর রাণীনগরে ইয়াবাসহ ২ যুবক আটক
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। রোববার রাতে উপজেলার বগারবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, রোববার রাতে পুলিশের টহল চলাকালে উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকা থেকে রাজু হাসান (১৯) ও শামিম হোসেন (২১) নামে দুই যুবককে আটক করা হয়।
আটককালে তাদের নিকট থেকে মোট ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রাজু হাসান উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শামিম হোসেন একই এলাকার ভান্ডারগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে।
তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




