নওগাঁর রাণীনগরে গ্রেফতার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার সেই শিক্ষক হাফিজুর রহামন (৫২) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শিক্ষককে এই বরখাস্তের আদেশ দেয়া হয়। রোববার (৪ ডিসেম্বর) রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্তের এই আদেশপত্র পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষক হাফিজুর রহমান উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলার মেরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশেক আলীর ছেলে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে, শিক্ষক হাফিজুর রহমান নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। গত ২০ নভেম্বর ওই স্কুলের এক ছাত্রীকে যৌন নীপিড়ন করে। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। এঘটনায় স্থানীয়রা গত ২৭ নভেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ থাকা শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিন রাতেই ভুক্তভোগী এক শক্ষিার্থীর বাবা বাদি হয়ে শিক্ষক হাফিজুরকে যৌনপীড়নের দায়ে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
এঘটনায় রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানালে জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা সংশ্লিষ্ঠ বিধি মোতাবেক সাময়িক বরখাস্তের আদেশ জারী করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ করেন।
রোববার শিক্ষককে বরখাস্তের অফিস আদেশের পত্রটি পেয়েছি জানিয়ে রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক হাফিজুর রহমান গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় তাকে গত ১ ডিসেম্বর জেলা শিক্ষা অফিসার সাময়িক বরখাস্ত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন