নওগাঁর রাণীনগরে চার হাজার মিটার কারেন্ট-রিং জাল জব্দ
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল এবং চায়নাদুয়ারী রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে এই জালগুলো জব্দ এবং একজনকে একহাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান।
রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, উপজেলার বেতগাড়ি নামক স্থানে ছোট যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়নাদুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিন হাজার মিটার কারেন্টজাল এবং এক হাজার মিটার চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। এছাড়া মৎস্য সংরক্ষণ আইনে একজনকে একহাজার টাকা জরিমানা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন