নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আব্দুল আলীম কে সভাপতি,ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক এবং মানিক হোসেন ও আঙ্গুর সরদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের রাতোয়াল খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ কালীগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান (ঝুন্টু)। অত্র ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হক এমদাদ,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহŸায়ক ফরহাদ হোসেন মন্ডল।

সদস্য আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের আহŸায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল এবং উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি, প্রবাসী আব্দুল আলীম ও শফিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলা-ধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।