নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ‍্যায় উপজেলার করজগ্রাম খাঁনপুকুর রাস্তা সংলগ্ন জাহাঙ্গীর আলম সাহার জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রোকুজ্জামান এর সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মো: খবিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে জামায়াতে মনোনিত রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম‍্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনিত চেয়ারম‍্যান প্রার্থী আব্দুল কাহার, কালীগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।