নওগাঁর রাণীনগরে জুলাই গণ অভ‍্যুত্থান আল্দোলনে কারা মুক্ত কারীদের সম্মাননা স্বারক প্রদান

নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেস্বর ইউনিয়ন বিএনপির উদ‍্যেগে ৩৬ জুলাই ২০২৪ গণ অভ‍্যুত্থান আল্দোলনে কারা মুক্ত কারীদের সম্মাননা স্বারক প্রদান ও আলোচসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ‍্যায় রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে খট্টেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম‍্যান আল ফারুক জেমস্ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমা আক্তার প্রমুখ।
আলোচনার শেষে ৮ জন কারামুক্ত কারীদেরকে সম্মালনা স্বারক প‍্রদান করা হয়।