নওগাঁর রাণীনগরে থানাপুলিশের অভিযানে গ্রেফতার-৫
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Raninagar-Pic-07-07-231-888x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে বৃহম্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চারজন এবং বুপ্রেনরফিনসহ একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পশ্চিমবালুভরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান সরদার(৩০)কে তার কালীবাড়ী বাজারে নিজ মুদি দোকান থেকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৫পিস বুপ্রেনরফিন উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাইদুর সরদার (৩৪) ও ওসমান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫),শিয়ালা গ্রামের কছের আলীর ছেলে আব্দুল মান্না (৪৫) ও তালিমপুর গ্রামের আলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং আদালতের পরোয়ানা ছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন