নওগাঁর রাণীনগরে পাহারাদারদের বেঁধে রেখে ট্রান্সফরমার লুট

নওগাঁর রাণীনগরে এবার গভীর নলকূপের পাহারাদারদের বেঁধে রেখে ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার লোহাচুড়া গ্রামের পশ্চিম মাঠে বাবলি আক্তার পুতুলের নলকূপে এঘটনা ঘটে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বাবলি আক্তার ওই গ্রামের খন্দকার আনোয়ার হোসেনের মেয়ে।
এর আগে চলতি মাসে ১১টি ট্রান্সফরমারসহ গত ছয় মাসে মোট ৬৬টি ট্রান্সফরমার চুরি/লুটের ঘটনা ঘটল। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার কিম্বা ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।
গভীর নলকূপের পাহারাদার মিরাজ হোসেন জানান, তিনিসহ দুইজন গভীর নলকূপে পাহারার দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১০/১২জনের একদল লোক এসে আমাদেরকে হাত-পা মুখ বেঁধে ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। তবে তিনটি ট্রান্সফরমার থাকলেও মাত্র একটি লুট করে নিয়ে গেছে।
নলকূপ মালিক বাবলি আক্তার বলেন,গভীর নলকূপটি আমাদের নিজস্ব। তিনজন পাহারাদার ছিলো। এর মধ্যে একজন রাতে পাহারা দিতে যায়নি। শুধুমাত্র দুইজন পাহারায় ছিলেন। ওই দুইজনকেই বেঁধে রেখে ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে। এঘটনায় থানাপুলিশকে জানিয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া চক্রটিকে ধরতে অনুসন্ধান চলছে।
উল্লেখ্য,গত ১৪মার্চ এক রাতেই উপজেলার পোয়াতা ও ওমরপুর মাঠ থেকে চারটি নলকূপের ১০টি ট্রান্সফরমার এবং ৯মার্চ উপজেলার কামতা গ্রামের জামাল হোসেনের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬৬টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি/লুট হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার কিম্বা কোন ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন