নওগাঁর রাণীনগরে প্রায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক কেজি ৮০০গ্রাম গাঁজাসহ সাজেদুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫এর একটি টহল দল। এঘটনায় রাতেই র‌্যাবের পক্ষ থেকে এসআই আহসানুল আমিন বাদী হয়ে মাদক মামলা রুজু করেছেন।

সাজেদুরকে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতার সাজেদুর নওগাঁ সদর উপজেলার পশ্চিম শিকারপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম দায়েরকৃত মামলার বরাদ দিয়ে জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি টহলদল বুধবার রাত অনুমান সাড়ে সাতটা নাগাদ উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর মাদারতলি এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সাজেদুরকে এক কেজি ৮০০গ্রাম গাঁজাসহ আটক করে র‌্যাব।