নওগাঁর রাণীনগরে বিদায় ও বরণ অনুষ্ঠান
ড়ড়নওগাঁর রাণীনগরে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত কর্মকর্তাকে শনিবার সাড়ে ৫টায় বরণ করা হয়েছে।
রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে রাণীনগর নিজস্ব প্রেসক্লাব ভবনে সহকারী কমিশনার(ভূমি) শেখ নওশাদ হাসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
একই সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনকে বরণ করে নেওয়া হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল হকের সঞ্চালনায় এবং রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও ওহেদুল ইসলাম মিলন প্রমুখ।
এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




