নওগাঁর রাণীনগরে বীজ-সার বিতরনের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ,পাট ও গ্রীস্মকালীন তিল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ৫৬০জন কৃষকদের মাঝে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে এই বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়।
রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন ও সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবু আলম কচিসহ কৃষি অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন