নওগাঁর রাণীনগরে মাদক সেবি যুবকের কারাদন্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/images-2022-11-20T220738.125-1.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে রকি সাকারী (২০) নামে এক মাদক সেবি যুবককে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান এই কারাদন্ড প্রদান করেন। দন্ডিত রকি উপজেলার ত্রিমোহনী গ্রামের রঞ্জীত সাকারির ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,এদিন সন্ধ্যায় ত্রিমোহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে রকিকে মাদক সেবনের দায়ে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০টাকা জরিমানা,অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত রকিকে শনিবার রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন