নওগাঁর রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে।

তার পরিবারের দাবি- স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম গাছের সাথে রশি (দড়ি) দিয়ে গলায় ফাঁস দিয়ে বুধবার রাতে আত্মহত্যা করেছে মেহেদী হাসান।

মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য (কলহ) চলছিল। এরই ধারাবাহিকতায় মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার ঘরে ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর ঝুুলন্ত লাশ (মরদেহ) দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যুবক মেহেদী আত্মহত্যা করেছে।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।