নওগাঁর রাণীনগরে সার-বীজ বিতরনের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা চত্বরে বিতরনের উদ্বোধন করেন স্থানীয় এমপি এ্যাড:ওমর ফারুক সুমন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সম। এসময় কৃষি কর্মকর্তা ফারজানা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ঠরা জানান, রোপা আমন মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার ১৭শ‘কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, রাসায়নিক সার এবং ২০০কৃষকের মাঝে গ্রীস্মকালীন পেয়াজের বীজ, সার, ও বালাইনাশক বিতরনের উদ্বোধন করা হয়।