নওগাঁর রাণীনগর-আত্রাইয়ে নিষিদ্ধ রিংজাল ও বানা জব্দ

নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায় পৃথক অভিযানে সাড়ে ১১০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল ও এক হাজার মিটার বানা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে এসব জাল-বানা জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
রাণীনগর উপজেলা সিনিয়র ম’স্য কর্মকর্তা শিল্পী রায় জানান,এদিন দুপুরে উপজেলার বেতগাড়ী ব্রীজ এলাকায় ছোট যমুনা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে প্রায় সাড়ে ৭০০মিটার চায়না দুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
অপর দিকে আত্রাই উপজেলা সিনিয়র ম’স্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জোড়া সাঁকো এলাকা থেকে এক হাজার মিটার বানা এবং ৪০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল এবং বানা আগুনে ভস্মিভূত করা হয়েছে। এসময় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















