নওগাঁর রাণীনগর-আত্রাইয়ে নির্বাচন কর্মকর্তা/কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা.কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন।
জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই দুই ঘন্টা ব্যাপী মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিসের সামনে মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিয়া মার্জিয়া, ডাটা এন্ট্রি অপারেটর খোকন কুমার বসাক ও গোলাম মাওলা, স্ক্যানিং অপারেটর তানভির আহম্মেদ, অফিস সহায়ক আতাউর রহমানসহ সেবাপ্রত্যাসী ও গন্যমান্য ভ্যাক্তিবর্গ।
অপর দিকে আত্রাই উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা একই কর্মসূচী পালন করেছেন। এতে আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফেরদৌস আলম,সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান হোসেন,ডাটা এন্ট্রি অপারেটর মো: রায়হান ও সৈয়দ শামীম হোসেনসহ অফিসের সকল স্টাফরা অংগ্রহন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন