নওগাঁর রাণীনগর থানা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাণীনগর থানা প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া ও থানার সকল অফিসার-ফোর্স, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার।

রাণীনগর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আজিম উদ্দীন, এজিএম কম তাহসিন আহম্মেদ, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সম্পাদক সাহাজুল ইসলাম,সাবেক সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সম্পাদক আব্দুর রউফ রিপন প্রমূখ।