নওগাঁর সাপাহারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
নওগাঁর সাপাহারে ধান বোঝাই ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে আমান বাবু (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আমান বাবু উপজেলার ত্রিশুলডাঙা গ্রামের শরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে আমান বাবু কয়েকজন বাচ্চার সাথে মাঠে খেলতে যায়। ইতোমধ্যে ধান বোঝাই একটি ট্রলি আসলে তারা ট্রলির পিছনে পিছনে দৌড়াতে থাকে। এমতাবস্থায় ওই ট্রলির চাকা দেবে গেলে চালক পিছনে ব্যাক দেয়।
এ সময় অন্যান্য বাচ্চারা পালিয়ে গেলেও আমান বাবু পালাতে ব্যার্থ হয়ে ট্রলির পিছনের চাকার নিচে পড়ে যায় শিশু আমান বাবু। পরে ট্রলির চালক (আমানের চাচা) আরিফ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন