নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ভ্রামামান আদালত কর্তৃক ৫জনকে জরিমানা
নওগাঁয় র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক জেলার ধামইরহাট উপজেলার আমইতাড়া এবং ফতেপুর এলাকায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রামামান আদালত পরিচালনা করে ক্ষতিকর ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৫ জন ব্যক্তিকে প্রায় ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং ভ্রাম্যমান আদালতের ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপতি রায় এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ধামইরহাট উপজেলার আমইতাড়া এবং ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে ক্ষতিকর ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপনন করার অপরাধে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক। মৃতঃ তফির উদ্দিন এর ছেলে মোঃ সামসুজ্জামান(৫০) কে দশ হাজার টাকা, মোঃ মমতাজ উদ্দিন এর ছেলে মোঃ মনিরুজ্জামান (৫৫) কে পাঁচ হাজার টাকা, মৃত রমেজ উদ্দিন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৩) পাঁচ হাজার টাকা, মোঃ আমজাদ হোসেন এর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৪৫) কে দশ হাজার টাকা এবং মোঃ আব্দুল আজিজ মিয়া এর ছেলে মোঃ আব্দুর রহিম(৩০) কে তিন হাজার টাকা করে জরিমানা করেন। এসময় অস্বাস্থ্যকর খাবার ক্ষতিকারক খাদ্য রং,ছত্রাক ভেজাল মিষ্টি, জিলাপী,খুরমা, দই, ভেজাল পাম তেল ইত্যাদি ধ্বংস করা হয়।
উল্লেখ্য যে, উক্ত ৫ জনকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিপণনকারী খাদ্য উৎপাদনের পরিবেশ মানসম্মত ও স্বাস্থ্যকর না করা পর্যন্ত, তাদের কারখানা বন্ধ রাখতে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন