নওগাঁয় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230110_195712.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় হাবারু (৬৫) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ উপজেলার পত্নীতলা বাজার এলাকার ব্রীজ সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব পরিচয় সনাক্ত করে জানান, মৃত হাবারু জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাথান এলাকার মৃত রাজমোহনের ছেলে।
থানা সূত্রের মাধ্যমে জানাগেছে মৃত হাবারু তার নিজ গ্ৰামের বাড়ি থেকে নজিপুরে ছেলের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল শেষ বিকেলে সন্ধ্যার ঠিক কিছু পূর্ব মহুর্তে আবাদপুকুর এলাকায় ভাতিজির বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। কিন্তু রাতেও সেখানে পৌঁছায় না। সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাড়ে ১০টার নাগাদ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানিয়েছেন, যেখানে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বড় ড্রেন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই ড্রেন পার হতে গিয়ে পড়ে গিয়ে বয়বৃদ্ধ হওয়ার কারনে আর উঠতে পারনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই ঘটনায় থানায় একটি ইউইডি মামলা দায়ের করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন