নওগাঁয় ফেন্সিডিল সহ দুজন ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর পত্নীতলা পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার চকরহমত এলাকা থেকে ১৫১ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল সেট সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিপিসি-৩।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে র্যাব-৫ কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-৫ সিপিসি- ৩ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে দিবাগত গভীর রাতে একটি চৌকশ অপারেশনাল দল সফল অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সফিকুল ইসলাম (৫০), পিতা- মোঃ নজিবর ইসলাম ও সবুজ হোসেন (৩২), পিতা- মোঃ সফিকুল ইসলাম। উভয় সাং- উত্তর চকরহমত বাদদিঘী, থানা- ধামইরহাট, জেলা : নওগাঁ। র্যাব আরো জানায় প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা গেছে তারা পরষ্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবত মাদক সরবরাহ ও বিক্রি করতেন।
পরবর্তীতে “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” অনুযায়ী ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার ধামইরহাট থানায় মামলা রজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন