নওগাঁয় ১৫ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/1_20230309_135705_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। গত (৮ মার্চ) বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ছোট শিবপুর গ্রাম থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১৫ কেজি ৫শ গ্রাম। যার অনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।
স্থানীয় সূত্রে জানাযায়, ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামে আব্দুস সাত্তার নামে জনৈক এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। তার সেই পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মূর্তিটি পুলিশ হেফাজতে আছে।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর মূর্তিটি উদ্ধার করে নিয়ে এসে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন