নওগাঁ থেকে ৮৫ কিলোমিটার পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর জনসভার পথে ইউপি চেয়ারম্যান
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় পায়ে হেঁটে যোগ দিচ্ছেন নওগাঁর এক ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীরা।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাতটায় নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমের নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ থেকে জনসভার একদিন আগেই প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীদের নিয়ে প্রায় ৮৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি৷
এদিন বেলা ১০ টায় দেখা যায় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বটতলী মোড় পৌঁছেছেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম ৷ ওই রাস্তা দিয়ে দেলুয়াবাড়ি হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে পায়ে হেঁটেই যোগ দিবেন জনসভায়৷
এ সময় তিনি বলেন, রাজশাহীর জনসভা সফল করার উদ্দেশ্যই একদিন আগেই পায়ে হেঁটে রওনা দিয়েছি৷ জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ দলকে ভালোবাসি বলেই পায়ে হেঁটে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছি৷ আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী সরকার দেশ পরিচালনা করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন