নওগাঁ ৩ আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ইউপি চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনে ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের পক্ষে এমপি এর ভাগ্নে সাঈদ হাসান (শাকিল) তরফদার (৩৫) কে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে। তিনি মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান। শুক্রবার রাত ১১ টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন।

জানা যায়, উপজেলার অলঙ্কাপুর গ্রামে রাত ১১ টার দিকে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান (শাকিল) তরফদার একটি প্রাইভেট কার নিয়ে যান। এসময় কিছু ভোটারদের সাথে কথা বলছিলেন। সেই সময় মানুষের সংখ্যা বাড়তেই শুরু হয় হট্টগল।আস্তে আস্তে জনগণ বাড়তে থাকলে উত্তোজনা বৃদ্ধি পায়। এসময় কিছু টাকা খড়ের গাদার পাশে পড়েছিল। পরে তাকে জনতার তোপের মুখে পরতে হয়। পরে পুলিশ প্রশাসন সহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান।

সহকারি কমিশনার রিফাত আরা বলেন- সাঈদ হাসান ওই এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিল। এমন অবস্থায় তাকে জনগনের তোপের মুখে পরতে হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য কিছু প্রমান লাগে যা ওই সময় স্থানীয় জনগনের কাছে ছিলনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে তাকে নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর আইন অনুযায়ি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।