নওগাঁ-৬ আসনের এমপি হলেন আনোয়ার হোসেন
নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।
শনিবার শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন। এই প্রথম ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৫টা পর্যন্ত।
নওগাঁ-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। মোট ১০৪টি ভোট কেন্দ্রে ৭২১টি ভোটকক্ষে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন