নওয়াজের আপিল খারিজ
পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে করা নওয়াজ শরিফের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এটি খারিজ করে দেয়।
শুক্রবার প্রধান বিচারপতি বলেন, ‘সব রিভিউ আবেদন খারিজ করা হলো, এর কারণ পরে নথিভুক্ত করা হবে।’
২০১৬ সালের ৩ এপ্রিল পানামা পেপার্সে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধান এবং ব্যবসায়ী, তারকাদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়। এতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সন্তানদের বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচারের তথ্যও ছিল। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। গত জুলাইয়ে সুপ্রিম কোর্ট জানায়, তথ্য গোপন করে নওয়াজ শরিফ সৎ সংসদ সদস্য হিসেবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এরপরই পদত্যাগ করেন নওয়াজ। আদালত একইসঙ্গে নওয়াজ, তার মেয়ে মরিয়ম ও তার স্বামী সফদর, অর্থমন্ত্রী ইশরাক দারসহ আরো কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের পরামর্শ দিয়েছিল দেশটির জাতীয় রাজস্ব বোর্ডকে। ওই সময় নওয়াজ ও তার দলের পক্ষ থেকে বলা হয়েছিল, এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন