নকল করতে না দেওয়ায় সরকারি কলেজের শিক্ষককে লাথি
পরীক্ষার হলে নকল করতে না দেওয়ায় পাবনার শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদ আহমেদকে মারধর করা হয়েছে। মাসুদ আহমেদ ৩৬তম বিসিএসে প্রভাষক হিসেবে যোগদান করেন।
জানা যায়, গেল ১২ মে কলেজ থেকে বাড়ি ফেরার জন্য বের হলে কলেজের প্রধান ফটকে মাসুদ আহমেদ মারধর করা হয়। এক পর্যায়ে তার পিঠে লাথি মারে এক যুবক। এই মারধরের একটি সিসিটিভির ফুটেজে এই চিত্র দেখা যায়।
গত ৬ মে ছিলো এইচএসসি পরীক্ষার উচ্চতর গনিত পরীক্ষা ছিলো,পরীক্ষা চলাকালীন দুজন শিক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় তারই জেরে মারধর করা হয় বলে জানান ভূক্তভোগী শিক্ষক। এ হামলায় অংশ নেন বহিরাগত কয়েকজন যুবক।
এঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন। তিনি এমন হামলার নিন্দা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন