নগর ও নগরবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃত নগর ও নগরবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
যেহেতু বর্ষা মৌসুম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই দ্রুত বর্জ্য অপসারণ না করলে এই বর্জ্য ছড়িয়ে পরবে। এতে রোগ-জীবাণু সৃষ্টি হয়ে নগরের মানুষ রোগাক্রান্ত হবে। পরবর্তীতে তা সংক্রমণ ব্যধিতে রূপান্তরিত হবে।
তিনি আরো বলেন, ঈদুল আযহার দিন ৬ ঘন্টায় বর্জ্য অপসারণের যে ঘোষণা ঢাকা সিটি উত্তরের মেয়র দিয়েছেন তা যেন বাস্তবায়ন হয়। এই ঘোষণা যেন আইওয়াশের না হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন