নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার

নড়াইলে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ রিদয় (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত রিদয় যশোর জেলার কোতয়ালী থানাধীন বিবি রোডের মোঃ ইনতাজুল হকের ছেলে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্থ মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে নড়াইল থেকে লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস বাস পরিবহন হতে তাদের আটক করা হয়। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।