নড়াইলে ডা. নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের উদ্বোধন

নড়াইলে ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। নীহাররঞ্জন গুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এটি উদ্বোধন করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের পৈত্রিক ভিটায় প্রথম বারের মতো জাঁকজমকভাবে প্রখ্যাত ঔপন্যাসিক ডা. নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান।

এ সময় তারা ডা. নীহাররঞ্জন গুপ্তের নামকরণে সড়কের উদ্বোধন করেন।
পরবর্তীতে ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়, নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক এসএম আকরাম শাহিদ, সাধারণ সম্পাদক সুজন রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।