নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) পৌরসভায় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ১কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা।
সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, এ বাজেটে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাজারের ড্রেনসহ ফুটপাত নির্মাণ, বিভিন্ন খাল খনন, আরসিসি ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন প্রভৃতি।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বহী কর্মকর্তা হাসান জাকির, উপজেলা প্রকৌশলী অসীত বরণ দেব, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন।
সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, হুমায়ুন কবির, ফারুক আহমেদ, আরিফ আহমেদ।
সাংবাদিক ঐক্যফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রায়হান উদ্দিন সরকার প্রমুখ। সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন