নতুন খেলা শুরু করেছে ভারত: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলের সুযোগ নিতে চায়। জুলাই বিপ্লবের শহিদদের আমরা যেন না ভুলি। তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি জোগাবে।

তিনি বলেন, পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মনে রাখবেন, ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

মাহমুদুর রহমান বলেন, আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, আমি ১১ বছর মাঠের বাইরে ছিলাম। কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার কাজ ছিল এবং থাকবে।