নতুন জুতা পরলেই পায়ে ফোসকা পড়ে? জেনে নিন কী করবেন..
অনেকেরই নতুন জুতা পরলেই পায়ে ফোসকা পড়ে। কিন্তু তাই বলে তো আর জুতা পরা বন্ধ করা যায় না। তাই জেনে নিন কী করবেন। খবর এবেলার।
বরফ : পায়ে ফোসকার হাত থেকে রেহাই পেতে সবথেকে সহজ উপায় হল ফোসকার উপরে বরফ লাগানো। শুধু ব্যথাই কমবে না, ফোসকা তাড়াতাড়ি শুকোবেও।
অ্যালো ভেরা : নিয়মিত অ্যালো ভেরা জেল লাগালে ব্যথা কমবে। সঙ্গে ফোসকার দাগও মিলিয়ে যাবে।
অ্যাসপিরিন : অ্যাসপিরন খেতে হবে না। পানির সঙ্গে গুলিয়ে একটি পেস্ট বানান। সেই পেস্ট ফোসকার উপরে লাগান। পেস্টটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
এতে ফোসকা ফেটে গিয়ে তাড়াতাড়ি শুকোবে। দাগও দূর হবে।
অলিভ অয়েল এবং আমন্ড অয়েল : দুই তেলের মিশ্রণ মিশিয়ে ফোসকাতে লাগান। এতে সঙ্গে সঙ্গে ব্যথা কমবে।
টুথপেস্ট : টুথপেস্ট লাগিয়ে এক ঘণ্টার জন্য রেখে দিন। তার পরে ধুয়ে নিন।
মধু : ফোসকাতে মধু লাগিয়ে রেখে দিলেও ভাস ফল পাবেন।
নারিকেল তেল : এই টোটকা অনেকেরই জানা। জুতা পরার আগেই নারকেল তেল লাগিয়ে নিন।
নিম ও হলুদ : নিম পাতা বাটা এবং কাঁচা হলুদ বাটার পেস্ট ফোসকাতে লাগান। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এই টোটকা।
ভ্যাসলিন : জুতা পরার আগে এই ভ্যাসলিন লাগিয়ে নিন। ফোসকা পরার সম্ভাবনা অনেক কমে যায়।
আলুর রস : আলুর রস লাগালেও ফোসকা তাড়াতাড়ি শুকোবে।
পাউডার : অতিরিক্ত ঘাম হলে পাউডার লাগিয়ে নিন। এতে ফোসকা পড়ার সম্ভাবনা কমে।
ব্যান্ড এইড : সব সময়ে সঙ্গে রাখুন। রাস্তা ঘাটে ফোসকা পড়লেই ব্যান্ড এইড লাগিয়ে নিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন