নতুন বছরে হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবাণী। শুরু হওয়া নতুন বছর ২০১৮ সালে বেশকিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক ব্লগপোস্টে এ তথ্য জানিয়েছে।
ফোনে অ্যান্ড্রয়েড সিস্টেমের সর্বশেষ আপডেট ভার্সন ইনস্টল করা না থাকলে হোয়াটসঅ্যাপ আর চলবে না বলে আগেই জানিয়েছিল ফেসবুক। এবার বলছে, বছরের শুরুতেই অ্যান্ড্রয়েড আপডেট করে নিতে হবে ব্যবহারকারীদের। আপডেট না করা হলে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। নতুন বছরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক।
জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম বলছে, ব্ল্যাকবেরি ওএস (BlackBerry OS), ব্ল্যাকবেরি ১০ (BlackBerry 10) ও উইন্ডোজ ফোন ৮.০ (Windows Phone 8.0) ফোনে নতুন বছর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
এছাড়া ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে নোকিয়া এস-৪০ ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭-এ হোয়াটসঅ্যপেও ব্যবহার করা যাবে না ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর। জিনিউজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন