নতুন বাংলাদেশে চোরদের রাজা হতে দেবনা- মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “ শেখ হাসিনার আমলে লুটপাট করে সব শেষ করে দিয়েছিল, কত মানুষকে ধরে নিয়ে গিয়েছিল তাদের কোন খবর পাওয়া যায়নি, মানুষ নতুন ভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছে।

ব্রিটিশরা এ দেশ থেকে সম্পদ লুট করে ইংল্যান্ড ও ইউরোপের মত দেশ গড়েছে, পাকিস্তানিরা আমাদের সম্পদ লুট করেছে, স্বাধীনতার ৫০ বছরে যারা ক্ষমতায় ছিল তারাও জনগনের তেমন কোন কাজ করেনি, শেখ হাসিনা বলেছে আমি এত উন্নয়ন করেছি যে আমার পিওনের ও ৪০০ কোটি টাকা আছে, শেখ হাসিন এত বড় চোর তার পিওনটাও বড় চোর।

আন্দোলনের সময় দুইটা মেট্রোরেল অকেজো হলে শেখ হাসিনা বলেছিল ঠিক করতে ৪০০ কোটি টাকা লাগবে, পরে তা মাত্র ৩০ কোটি টাকায় ঠিক হয়েছে, তার মানে আগে ৩০ টাকার কাজ করে ৪০০ টাকার বিল করেছে, শেখ হাসিনা এত বড় চোর। নতুন বাংলাদেশে চোরদের রাজা হতে দেবনা, দেশের রাজা যদি চোর হয় গরীব মানুষ বাঁচবে কী করে, এবারের লড়াই জনগণের ভাগ্য বদলাবার লড়াই।

এমন সরকার করবো যে সরকার জনগণের ভালোর জন্য সমস্থ কাজ কর্ম করবে, ভালো মানুষের রাজত্ব তৈরী করবার জন্য আইন তৈরী করতে হবে, এবারের লড়াই ভাওতাবাঁজদের পরাজিত করার লড়াই, এবার মানুষ পছন্দমতো ভোট দিতে পারবে।

গতকাল রোববার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন নাগরিক ঐক্য আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্য’র সভাপতি আব্দুল আলিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশ বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলা নাগরিক ঐক্য নেতা মোহাম্মাদ আলী, মতিয়ার রহমান, পপি খাতুন।

শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, নাগরিক ঐক্য নেতা সাগর, সদস্য সৈকত আমিন বিদ্যুৎ, হারুনর রশিদ, এনামুল হক সরকার, সাজু আলম, লুৎফর রহমান, গোলাম মাহবুব মোর্শেদ হিরা, আনোয়ার হোসেন প্রমূখ।