নতুন মেয়াদে সরকারের ক্ষমতাকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রয়েছে: কৃষিমন্ত্রী

রোববার (২৩জুন) রাত ৯টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জেলাপরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন এর সঞ্চালনায়,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক কৃষি মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা উম্মে ফারজানা ডায়ানা।

এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইমরান আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জগৎ জ্ব্যোতি ধর শুভ্র।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডঃ আব্দুস শহীদ বলেন এই সরকার নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রয়েছে, কিছুটা উঠানামা করলেও মানুষদের ক্সয়ক্ষমতার মধ্যে রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সচেষ্ট ভুমিকা পালন করতে হবে।

পরিশেষে স্থানীয় শিল্পীদের পরিবেষনায় লোক সঙ্গীত অনুষ্ঠিত হয়।