নম্র-ভদ্র পুরুষ ‘শুক্রাণুদাতা’ হিসেবে নারীদের পছন্দ!
নারীরা লাজুক, মৃদুভাষী এবং নম্র-ভদ্র পুরুষের শুক্রাণু চায়। সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে যে- অনলাইনে এমন পুরুষের শুক্রাণুই চাইছেন নারীরা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক স্টিফেন হোয়াইট বলেন, ‘সারা পৃথিবীতে পুরুষদের থেকে নারীরা শুক্রাণু নিচ্ছেন। যত দিন যাচ্ছে, এর চাহিদা তত বাড়ছে। সাধারণত বাস্তব জীবনে খোলামেলা, সাহসী পুরুষকেই নারীরা পছন্দ করেন। কিন্তু শুক্রাণুদাতা হিসেবে তারা পছন্দ করছেন লাজুক পুরুষকে।
সমীক্ষা থেকে আরও জানা যায়, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ইতালি, সুইডেন এবং যুক্তরাষ্ট্রের পুরুষরাই সবচে’ বেশি শুক্রাণু দান করছেন।
আবার শুক্রাণুদাতা হিসেবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইএম পাশ বা চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের দর সবচেয়ে বেশি। আর ডিম্বাণুর ক্ষেত্রে সৌন্দর্যটাই বড় কথা। স্পার্ম ব্যাংকের কর্মকর্তা ও চিকিৎসকরা জানাচ্ছেন, ডাক্তার, আইআইটি বা আইআইএম পাশ দাতার জন্য বেশির ভাগ গ্রহীতা তিন-চার গুণ বেশি দাম দিতেও রাজি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন