নরসিংদীতে অস্বচ্ছল নারীদের মাঝে মহিলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ মে) মহিলা পরিষদের পক্ষ থেকে অস্বচ্ছল ২৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত “কোভিড ১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করি-নারী আন্দোলনকে অগ্রসর করি” শীর্ষক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা বেগম, বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, চরউজিলাব ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ, আনোয়ার হোসেন, এ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, সমাজ সেবক জাহানুল হক বাবুল, যুবলীগ ঢাকা মহানগরের সদস্য খোকন মাহমুদ নির্ঝরসহ মহিলা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপজেলার ২৫ জন অস্বচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন