নরসিংদীতে ইউপি নির্বাচনের প্রচারোনায় সামাজিক দূরত্ব মানছে না প্রার্থী ও সমর্থকরা
নরসিংদীর পলাশ উপজেলায় আসছে ২১ শে জুন রোজ সোমবার ডাঙ্গা ও গজারিয়া নামক ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রার্থী ও সমর্থকরা। কিন্তু তাদের মধ্যে বর্তমান পরিস্থিতির ছিটেফুটাও লক্ষ্য করা যাচ্ছে না। কারণ তারা সামাজিক দূরত্ব না মেনেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি প্রার্থী ও প্রার্থী সমর্থকদের মুখে নেই কোন মাস্ক।
এদিকে আজ ১৯ শে জুন রোজ শনিবার গজারিয়া ইউনিয়নে সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্র গিয়ে দেখে যে, প্রার্থী বদরুজ্জামান বদু নিজেই তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন। কিন্তু তাদের মধ্যে কোন সামাজিক দূরত্ব ছিল না। এমনিক অনেকে মাস্কও পড়ে নাই।
এদিকে বাজারে গিয়ে দেখা যায় যে, চা এর দোকানে পোস্টারে ছেয়ে গেছে অথচ যেখানে নিয়ম ছিল দেয়ালে কোন পোষ্টার লাগানো যাবে না।
গজারিয়া ইউনিয়নের এক ভোটার আসাদ মিয়া তার বক্তব্যে বলেন, নির্বাচনের এই প্রচারণা আমাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করছে। কারণ দেশব্যাপী করোনা মহামারীর কারণে চলছে অনেক বিধি নিষেধ এবং নিয়ম কানুন। অথচ সেই নিয়মকে তোয়াক্কাই করছে না প্রার্থীরা।
অপরদিকে ডাঙ্গা ইউনিয়নে গিয়ে একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। বরং ডাঙ্গা ইউনিয়নে গিয়ে জনগনকে আরো বেশি অসচেতন দেখা যায়। ডাঙ্গা ইউনিয়নের প্রার্থী যেখানে সবার সুস্বাস্থ্য কামনা করবেন সেখানে তিনি নিজেই জনগনকে বিপদের মুখে ফেলছেন বলে অভিযোগ উঠেছে।
খবর নিয়ে আরো জানা যায় যে, নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রতিযোগিতা শুরু করেছে। এতে করে নির্বাচনের দিন কিছুটা গন্ডগোল সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন ভোটাররা।
এদিকে গজারিয়া ইউনিয়নের চা বিক্রেতা বলেন, আমার বাপ দাদারা যেভাবে ভোট দিয়েছিল আজ আমরা সেভাবে ভোট দিতে পারছি না। প্রার্থীরা একটা মিছিল করেই চলে যায়। প্রতীক পেলেই তারা মনে করে পাশ। তাই ভোটাধিকার আমাদের জীবন থেকে চলে গেছে। সরকারের প্রতি আমাদের দাবী আমরা যেন আগের মতো করে ভোট দিতে পারি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন