নরসিংদীতে ঈদ উপহার দিলেন সিঙ্গাপুর প্রবাসী রাশিদুল ইসলাম জুয়েল
বৈশ্বিক প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে নরসিংদী নিজ এলাকার অসহায় মানুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক ও ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল ইসলাম জুয়েল।
মঙ্গলবার (২০ জুলাই) বিকালে নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের ৩০০ মানুষের হাতে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি তুলে দেন। এ সময় তার বাবা আলহাজ্ব আবদুস সালাম সহ এলাকার অনুসারীরা সঙ্গে ছিলেন।
উল্লেখ্য যে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিদুল ইসলাম জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে এই তরুণ উদ্যোক্তা ও সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল নিজ এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
স্থানীয়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে রাশিদুল ইসলাম জুয়েল বলেন, করোনা পরিস্থিতি মানুষের অবস্থা খুব খারাপ। এ অবস্থায় তারা উপার্জন করতে পারছেন না। অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে কোনো নতুন কাপড়ও কিনতে পারবেন না। তাই মানবিক দিক দিয়ে আমি আমার এলাকার ৩০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া অনেককে খাদ্য সামগ্রীও দেয়া হয়েছে। আশা করি, আমাকে দেখে সব বিত্তবান এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন। নিজের সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন