নরসিংদীতে একদিনে আরও ৩০ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে একদিনে নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৩১০ জনে।
সিভিল সার্জন মো: নুরল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আইপিএইচ এর এই পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, পলাশে ৯ জন, শিবপুরে ৯ জন, মনোহরদীতে ২ জন, বেলাবতে ২ জন, রায়পুরায় ১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ২৬৮৩ জন, শিবপুরে ৩৭০জন, পলাশে ৬০৩ জন, মনোহরদীতে ২৪০ জন, বেলাবোতে ১৯৪ জন, রায়পুরাতে ২২০ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৫৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৯৩ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৯ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন