নরসিংদীতে একদিনে আরও ৯৭ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে একদিনে আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৮ হাজার ৮০৯ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন ও ৩০৯টি অ্যান্টিজেন পরীক্ষায় ৬৫ জনসহ মোট ৯৭ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৫১ জন, রায়পুরায় ১২ জন, বেলাবতে ৯ জন, মনোহরদীতে ৫ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ১৫ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ৪৭৫৯ জন, শিবপুরে ১০৪৫ জন, পলাশে ১৩৪৮ জন, মনোহরদীতে ৫৬৮ জন, বেলাবোতে ৫৯৬ জন ও রায়পুরাতে ৪৯৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪২ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৫০৬ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৪৩৭ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ০৭, বেলাব ০৯, রায়পুরা ১০, মনোহরদী ০৬ ও শিবপুরে ৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন