নরসিংদীতে এক হাজার রিক্সাচালকের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
নরসিংদী শহরে এক হাজার রিকশা ও ইজিবাইক চালকের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরজ্জামান। বিতরণকৃত এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ঢাল, তেল, চিনি, সেমাইসহ ঈদের অন্যান্য খাদ্য সামগ্রী।
বুধবার (১২ মে) দুপুরে কামরজ্জামানের ব্যক্তিগত অর্থায়নে শহরের শাপলা চত্বর এলাকার রাজনৈতিক কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কামরজ্জামান কামরলের সভাপিত্বে বিতরণ অনুষ্ঠানে নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় শহর আওয়ামীলীগের সভাপতি কামরজ্জামান কামরল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা মহামারিতে হতদরিদ্রের পাশে দাড়ানোর অংশ হিসেবে পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির শুর থেকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছি। ঈদুল ফিতরের আগ পর্যন্ত কার্যক্রম খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন