নরসিংদীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
নরসিংদীর মাধবদীতে সিমেন্ট বোঝাই এক কাভার্ডভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ৪ জন নিহত হযেেছ। এসময গুরতর আহত হয আরও ৮ জন।
বুধবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসডকের নরসিংদীর মাধবদীর টাটাপাডা এলাকায এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহত করোর পরিচযই নিশ্চিত করতে পারেনি পুলিশ। মাধবদী থানার ওসি মো. কামরজ্জামান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাডযিার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো একটি মাইক্রোবাস।
এসময মহাসডকের মাধবদী এলাকায পৌছলে নরসিংদী থেকে ঢাকাগামী প্রিমিযার সিমেন্টের কাভার্ডভ্যানের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয।
গুরতর আহত অবস্থায নারীসহ বেশ কযকেজনকে নরসিংদী সদর হাসপাতালে নিযে গেলে সেখানে মৃত্যু হয আরও তিনজনের। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয।
নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানান, দুর্ঘটনায চারজন মারা গেছেন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হযেেছ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন