নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের করোনা শনাক্ত
নরসিংদী জেলায় গত ২৪ ঘন্টায় ১০৮টি নমুনা পরীক্ষায় আরও ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, পলাশ উপজেলায় ৫ জন, শিবপুর উপজেলায় ৪ জন, বেলাব উপজেলায় ৩ জন ও রায়পুরা উপজেলায় ২ জন।
এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৪ হাজার ৬৭২ জন, মৃত্যু ৬৩ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ০ জন, মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। সোমবার (০৫ জুলাই ) নরসিংদী সকালে সিভিল সার্জন ডা. নূরল ইসলাম এ তথ্য জানান।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ হাজার ৮৫১ জন, শিবপুর উপজেলায় ৪০০ জন, পলাশ উপজেলায় ৭১২ জন, মনোহরদী উপজেলায় ২৫৮ জন, বেলাব উপজেলায় ২১১ জন ও রায়পুরা উপজেলায় ২৪০ জন।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৩ জন, পলাশ উপজেলায় ৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ৪ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন