নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৭ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৭ জনের করোনা হয়েছে। সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৫৩১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ৪১ পরীক্ষায় ৮ জন শনাক্ত হয় ও আরটিপিসিআর ল্যাবে ৩১টি পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় নমুনার হার ১৫ দশমিক ২৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১১ জন সদর উপজেলার, রায়পুরায় ১ জন, বেলাবতে ২ জন শিবপুরে ২ ও ১ জন পলাশের বাসিন্দা।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬১ হাজার ৫৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৮৫ জন। এরমধ্যে তিনজন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ৯ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১৯৮ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবোতে ৭৩৯ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১৮ জন, পলাশে ১ হাজার ৬৬১ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন