নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুরহাট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/u-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। ঈদ ঘনিয়ে আসায় জেলার স্থায়ী ও অস্থায়ীভাবে বসা ৮৩টি পশুর হাটে বেড়েছে ক্রেতার ভিড়।
বুধবার (৬ জুলাই) সরেজমিন জেলার বৃহৎ শিবপুর উপজেলার পুটিয়া পশুর হাটে গিয়ে দেখা যায়, বিকাল থেকে পশুর বেচাকেনা পুরোদমে শুর হয়েছে। সন্তোষজনক বেচাকেনা হলেও গো-খাদ্যের দাম বাড়ায় পশুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এতে মধ্যবিত্ত শ্রেণির মানুষকে বাজেট অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। সবকটি বাজারে ছোট ও মাঝারি আকারের গরর বেশি চাহিদা বলে জানান ক্রেতা বিক্রেতারা।
এ বছর দেশের বাইরে থেকে পশু আমদানি না হওয়ায় লোকসানের আশংকা নেই খামারীদের। বিক্রেতা ও পাইকাররা অল্প লাভেই বিক্রি করছেন দেশিয় গর। ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহুর্তে বেচাকেনা আরও বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন