নরসিংদীতে জিনারদী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরল ইসলাম গাজী ও চরসিন্দুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নবনির্বাচিত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁরা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মার“ফ খান।

এছাড়াও বেলাব ও মনোহরদী উপজেলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরও তিনি শপথ বাক্য পাঠ করান।এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা
প্রশাসক (উপ পরিচালক,স্থানীয় সরকার) ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ, বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এএস এম কাশেম।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রবিবার পলাশে জিনারদী ও চরসিন্দুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জিনারদী
ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে কামরল ইসলাম গাজী ১৫ হাজার ৪৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে চরসিন্দুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ প্রার্থী মোফাজ্জল হোসেন রতন
নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৫০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।