নরসিংদীতে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/278523171_350130683815906_7256990961522213383_n.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদী জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় আগত সম্মানীত অতিথিদের স্বাগতম জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
পদ্মা ও যমুনা ২টি ভেন্যুতে এ ইফতার ও দোযা মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আগত সম্মানীত অতিথি নূরল মজিদ মাহমুদ হুমায়ূন, এম.পি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জনাব হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়কে ফুল দিয়ে স্বাগতম জানান পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
ইফতার ও দোয়া মাহফিলে নরসিংদী জেলার বিজ্ঞ বিচারকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বাস/মটর মালিক সমিতি নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিযার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, ইমাম ও ওলামায়ে কেরামগণ, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার ১০০০ জন অতিথি অংশগ্রহণ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন